বাজার হাইলাইটস
সর্বশেষ শেয়ার দর
কোম্পানি অনুসন্ধান
কোম্পানির ট্রেডিং কোড লিখুন:
ট্রেক হোল্ডার অনুসন্ধান
ট্রেক হোল্ডারের নাম লিখুন
বাজারের তথ্যাবলি
দিন শেষের পরিসংখ্যান
গুরুত্বপূর্ন লিংক সমূহ
বিরোধ নিষ্পত্তি কমিটি
সদস্যদের নাম
|
পদবী
|
মনোয়ারা হাকিম আলী
|
চেয়ারম্যান
|
অধ্যাপক ড. এম. কায়কোবাদ
|
সদস্য
|
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, এইচডিএমসি,
এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি |
সদস্য
|
জনাব মোঃ হানিফ ভূইয়া
|
সদস্য
|
ব্যবস্থাপনা পরিচালক, ডিএসি
|
সদস্য
|
ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড অ্যান্ড এডমিনিস্ট্রেশন) রেগুলেশন্স, ২০১৩-এর ১৫(৫) ধারা অনুযায়ী নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম হলোঃ
স্টক এক্সচেঞ্জের নিয়ন্ত্রণমূলক বা আইনগত কার্যক্রমের সঙ্গে বাণিজ্যিক স্বার্থের কোনো মতবিরোধ দেখা দিলে কিংবা দেখা দিতে পারে বলে মনে হলে সেগুলো নিরসন করবে বিরোধ নিষ্পত্তি কমিটি। এসব বিষয়ে নেওয়া সিদ্ধান্তের যথার্থতার বিষয়ে কমিটি পর্ষদের কাছে তুলো ধরবে। কমিটির কার্যাবলীর মধ্যে রয়েছেঃ
- এক্সচেঞ্জের নিয়ন্ত্রণমূলক দায়িত্ব ও বাণিজ্যিক স্বার্থের মধ্যে কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব দেখা দিলে তা নিরসনে কাজ করা; এবং
- নিুোক্ত বিষয়ে এক্সচেঞ্জের ভেতরে কোনো মতবিরোধ তৈরি হলে বা হওয়ার আশংকা থাকলে তা নিরসনে যথেষ্ট কার্যকর ব্যবস্থার দিকগুলো পর্যালোচনা ও মূল্যায়ণ করবেঃ-
- স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি এক্সচেঞ্জে কোনো শেয়ারে তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো স্বার্থের দ্বন্দ্ব দেখা দিলে বা হওয়ার আশংকা থাকলে তা দেখভাল করা;
- কোড অব কন্টাক্ট ও নৈতিকতার বিবেচনায় এক্সচেঞ্জের পরিচালকদের তথ্য প্রকাশ বা ঘোষণা (ডিসক্লোজার) তত্ত্বাবধান ও মনিটর করা;
- কোনো পরিচালকের প্রকাশিত তথ্য বা ঘোষণার কোনো কিছু আড়াল করা হলে কিংবা অসঙ্গতি বা ভুল থাকলে সে বিষয়ে পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে সুপারিশ প্রদান;
- এরূপ বিষয়ে বিএসইসিকে সব ধরনের তথ্য জানাতে হবে । একই সঙ্গে যথাযথ আইন ও নিযম মেনে এ বিষয়ের সুরাহার প্রস্তাব দিতে হবে; এবং
- আইনগত বা নিয়ন্ত্রণমূলক কোনো পদক্ষেপ বাস্তবায়ন এবং কৌশলগত উদ্যোগের ক্ষেত্রে সুনামের ঝুঁকি বিষয়গুলো মূল্যায়ন বা পর্যালোচনার ক্ষেত্রে পর্ষদের অনুমোদন দরকার হবে। অনুমোদনের পর তা কমিটির কাছে পাঠানো হলে, এসব বিষয়ের পর্যবেক্ষণ নিয়ে তৈরি প্রতিবেদন পর্ষদের কাছে উপস্থাপন করতে হবে।